ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে বিদেশী মদ ও সিরাপসহ আটক ১

হিলি প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৪, ১৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় পানির পাম্পের নিচ থেকে নেশাজাতীয় ভারতীয় ৮৫ বোতল স্কপ সিরাপ ও ২ বোতল বিদেশী মদসহ আবু বক্কর (৩৫) নামের এক জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামালসহ তাকে আটক করে পুলিশ। আটককৃত আবু বক্কর ওই গ্রামের মৃত নুর-ইসলামের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফেরদৌস ওয়াহিদ বলেন, বাড়িতে মাদক মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় বিশেষ কায়দায় তার বাড়ির পানির পাম্পের নিচে সুরঙ্গ করে লুকায়িত অবস্থায় রাখা ৮৫ বোতল ভারতীয় নেশা জাতীয় স্কপ সিরাপ ও ২ বোতল বিদেশী মদ ম্যাকডোলসহ তাকে হাতে নাতে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক আজ শুক্রবার সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি