ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিদ্যালয়ের বারান্দা থেকে ৯ মাদকসেবী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ১৩ আগস্ট ২০২১

জয়পুরহাটে পাঁচুরচক উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে ৯ মাদকসেবীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে বিদ্যালয়টির বারান্দায় অভিযান চালায় র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির। 

গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন, জেলা শহরের পাঁচুরচক এলাকার মামনুর রশিদ (৩৫), হাছান আলী (৩৫), তানজিল হোসেন (৩৫), ফারুক হোসেন (৪০), আলামিন হোসেন (২৯), বিল্লাল হোসেন (৩০), টুটুল হোসেন (২০), নাহিদ হোসেন (২৬), শহরের বিশ্বাসপাড়া এলাকার ছোট জাহাঙ্গীর (৪১)। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি