ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেন-লরি সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০০:১২, ১৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের মীরের বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে একটি গ্যাস ভর্তি লরির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

পুলিশ জানায়, গাজীপুরের মীরের বাজার এলাকায় গ্যাসভর্তি একটি লরি রেললাইন ক্রস করছিলো। এসময় লরিটি রেললাইনে উঠার পর হঠাৎ বিকল হয়ে যায়। ঠিক একই সময়ে ঢাকা থেকে একটি যাত্রীবাহী তিতাস এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। টঙ্গী ষ্টেশন পার হওয়া ট্রেনে গতি কম ছিলো যার কারণে ট্রেনটি কিছুদুর গিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরও ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে লরিটি ছিটকে পড়ে। পরে ট্রেনটি পেছন দিকে টঙ্গী ষ্টেশনে ফিরে যায়। এতে চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

টঙ্গী রেল স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হালিম জানান, এঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই লাইনে টেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল এসে লরিটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি