ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গা নোয়াখালীতে আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮, ১৪ আগস্ট ২০২১ | আপডেট: ১২:১৯, ১৪ আগস্ট ২০২১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে ৫ শিশু, ২ নারী ও এক পুরুষসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় লোকজন। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। 

শনিবার (১৪ আগস্ট) সকালে আটককৃত রোহিঙ্গাদের পুনঃরায় ভাসানচরে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়। 

আটককৃতরা হচ্ছেন, বদি আলমের স্ত্রী রামিদা (২৯), সন্তান রোকসানা আক্তার (৭), ওমর ফারুক (৫), রুবিনা আক্তার (৫), হাফেজ আহম্মদের ছেলে জিগার আলম (২৩), জিগারের স্ত্রী রোকেয়া (২২), মেয়ে রোজিনা (২) ও ছেলে শাহেদ (২)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ারহাট বাজারে এসে একটি অটোরিকশায় উঠে ৮ জন। পরে বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদেরকে আটক করে। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জানানো হয়। বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রোহিঙ্গাদের ভাসানচর কর্তৃপক্ষের সাথে কথা বলে আজ শনিবার সকালে জনতা বাজার ঘাটে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে ওই ঘাট থেকে ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌকা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি