ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার পাচারের তালিকায় বাংলাদেশি কয়েন

বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:১৩, ১৪ আগস্ট ২০২১

পাচারের তালিকায় এবার নাম এলো বাংলাদেশি এক ও দুই টাকার কয়েন। ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে দুই ও এক টাকার মোট ৮৩ হাজার কয়েনসহ আবদুর রহমান (৩০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত আবদুর রহমান বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের আমড়াখালী চেকপোস্টের দায়িত্বরত সুবেদার শাহীন রহমান জানান, গোপন সূত্রে জানতে পারি আব্দুর রহমান নামে এক ব্যক্তি ভারতে পাচারের জন্য বিপুল পরিমাণ কয়েন নিয়ে নাভারণ থেকে ইজিবাইক করে বেনাপোলে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালি চেকপোস্টে ইজিবাইকটি থামিয়ে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার কয়েনসহ তাকে আটক করা হয়। 

আটককৃত আব্দুর রহমান স্বীকার করেছে সে কয়েকগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি