ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লাল বিহারি চাকমার শেষ বিদায়ে কোয়ান্টাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ১৪ আগস্ট ২০২১ | আপডেট: ২০:২১, ১৪ আগস্ট ২০২১

বান্দরবান সদরের মধ্যমপাড়ার বাসিন্দা লাল বিহারি চাকমার (৫৮) শেষকৃত্যে এগিয়ে এল কোয়ান্টামের স্বেচ্ছাসেবী দল। চট্টগ্রাম শহরের এশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট ২০২১ রাত আনুমানিক ১০ঃ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। 

মৃতের আত্নীয় অমর শান্তি চাকমার আহ্বানে কোয়ান্টাম ফাউন্ডেশন সৎকার সেবার আহবায়ক দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রামের স্বেচ্ছাসেবীরা রাতেই যথাযথ স্বাস্থ্যবিধী মেনে মরদেহের গোসল সম্পন্ন করেন। ৮ আগষ্ট সকালে মরদেহবাহী গাড়ি বান্দরবান পৌঁছালে কোয়ান্টাম ফাউন্ডেশন বান্দরবানের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্যসংস্থা ও বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে যথাযথ ধর্মীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়।


 
স্বেচ্ছাসেবী দলটির সদস্য রেইচা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রতন কান্তি নাথ, সরকারি কর্মকর্তা মাসুদ মোস্তফা খান এবং দৌলতুল কবীর খান সিদ্দিকী বলেন,একজন মৃতকে যথাযথ ধর্মীয় মর্যাদায় শেষ বিদায় জানানো আমাদের সামাজিক দায়িত্বের অংশ। এই সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই।মৃতের আত্নীয় অমর শান্তি চাকমা করোনা মহামারীকালীন এই সহযোগিতার জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
উল্লেখ্য গত বছর থেকেই করোনায় মৃতদেহ দাফন বা সৎকারে সেবা দিয়ে যাচ্ছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের দেড় হাজারের অধিক স্বেচ্ছাসেবী।এখন পর্যন্ত ৫৪২০ টি মৃতদেহের স্ব স্ব ধর্মীয় মর্যাদায় মমতার পরশে শেষ বিদায় সেবা দেওয়া হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি