ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন            

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ১৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

যশোরে ১৫ আগস্টের শহীদ স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক। কর্মসূচিতে বক্তৃতা করেন ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংকের পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়। 

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে। এখনো কয়েকজন হত্যাকারী বিদেশে পালিয়ে আছে। তাদেরকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।

                           

দেবাশীষ রায় বলেন, ১৫ই আগস্টের নৃশংস হত্যকাণ্ডের পেছনে ছিলো জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের চেহারা প্রজন্মের কাছে তুলে ধরতে তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিন।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, সাবেক ছাত্রনেতা এডভোকেট কবির হোসেন জনি, নিয়াজ মাহমুদ শাহীন, আরাফাত রহমান বাসিত, তিব্বত, যুবনেতা রিয়েল হোসেন, শেখ হুমায়ুন রেজা তুষার, এসবি সুমন। আরো উপস্থিত ছিলেন অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবী নয়ন অধিকারী, সঞ্জয় অধিকারীসহ অন্যরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি