ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় জাতীয় শোক দিবস পালিত

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৮, ১৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায় মোংলায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর প্রামাণ্য চিত্র ‘অসমাপ্ত কাব্যগ্রন্থ’ প্রদর্শন করা হয়।

রোববার (১৫ আগষ্ট) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে এই আলোক চিত্র দেখে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। 

এসময় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আজ এই শোকের দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১ আগস্ট থেকে মাসব্যাপী নানামুখী কর্মসূচি হাতে নেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ। 

এদিকে শোক দিবস উপলক্ষ্যে আজ বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি