ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে আলেমা টেক্সটাইলে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭, ১৬ আগস্ট ২০২১

গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলেমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। পুড়ে গেছে মালামাল ও মেশিনপত্র।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, আজ সোমবার সকাল ছয়টার দিকে আলেমা টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার ডাইং ও নিটিং সেকশনের গেডাউন রুমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। 

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি