ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে করোনায় শনাক্ত ১৪৪, মৃত্যু ৬

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ১৭ আগস্ট ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় পজিটিভ শনাক্ত ৪ জন ও উপসর্গে নিয়ে ২ জনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৪৪ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

জেলায় ৮২৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ। 

আজ সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৫ হাজার ৭৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৪০ জন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি