ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১৭ আগস্ট ২০২১

বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট হত্যার সকল দণ্ডপ্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর এবং ১৭ আগস্ট সিরিজ বোমা কুশীলবদের বিচারের দাবিতে মানবন্ধন করেছে নেত্রকোনা জেলা শাখার স্বেচ্ছাসেবক লীগ।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে পৌরশহরের ছোটবাজার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ভজন দাস, কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ, জেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র ও মোঃ খাইরুল হাসান লিটু সহ অন্যানরা।

এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলকে হত্যার দণ্ডপ্রাপ্ত আসামীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি