ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিজ বোমা হামলার ১৬ বছরপূর্তিতে নওগাঁয় প্রতিবাদ সভা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ১৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তিতে নওগাঁর নিয়ামতপুরে প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক সরকার কামাল হোসেন, রসুলপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনে টিটু প্রমুখ।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গত ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার ঘটনাটি উল্লেখ করে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে একযোগে এ হামলা চালায় বিএনপি-জামায়াত সরকারের মদদপুষ্ট জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিরা। তারা দেশের মানুষের জীবন নিয়ে খেলেছিল। মানুষ বিএনপি-জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি