ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আড়াইহাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ১৮ আগস্ট ২০২১ | আপডেট: ১৫:৪৩, ১৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের আয়োজন এই কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার এস এম মাজহারুল হক অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শেখ রাসেল পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ নজরুল ইসলাম বাবু। এতে প্রধান আলোচক ছিলেন পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা।

উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মাহাদী হাসান রিফাতের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্যরা দোয়া ও আলোচনায় অংশগ্রহণ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি