বরিশালে ব্যানার উচ্ছেদ কেন্দ্র করে গুলিবর্ষণ, আহত ৩০
প্রকাশিত : ০৮:৫৮, ১৯ আগস্ট ২০২১
বরিশাল থানা কাউন্সিল কম্পাউন্ডে ব্যানার উচ্ছেদকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কর্মকর্তাদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন।
খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে থানা কাউন্সিল ঘেরাও করে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
সেই সঙ্গে দফায় দফায় আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এবিষয়ে বিসিসি’র প্যানেল মেয়র কাজী নাঈমুল ইসলাম লিটু জানান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ দলীয় প্রায় ৩০ জনের বেশি লোক আহত হয়েছে। আহতরা বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। আহতরা হলেন, আবু তালেব ও তরিকুল।
সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক বন্ধ রয়েছে।
এএইচ/
আরও পড়ুন