ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে করোনা বিস্তার রোধে সমন্বয় সভা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০২, ১৯ আগস্ট ২০২১

গাজীপুরে করোনা মহামারীর সংক্রমণ বিস্তার ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে শহরের পিটিআই’র আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও সিভিল সার্জন খায়রুজ্জামান। 

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন থানার ওসি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ জেলার করোনা বিস্তার রোধ কমিটির সংশ্লিষ্ট লোকজন অংশ নেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি