ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

বরিশালে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১৯ আগস্ট ২০২১ | আপডেট: ১৫:০০, ১৯ আগস্ট ২০২১

বরিশাল সদর ইউএনওর নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যদের গুলির ঘটনায় ১৩ ঘন্টা বন্ধ থাকার পর বাস ও লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ১১টার দিকে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টা থেকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে সব রুটে বাস চলাচল শুরু হয়। 

এ ঘটনায় আজ বেলা ১টার দিকে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
 
এদিকে নগরীর কালিবাড়ি সড়কের বাসভবনে বাড়তি পুলিশ এবং র‌্যাব মোতায়েন করা হয়েছে। এসময় নারী কাউন্সিলরা মেয়রের বাস ভবনে ঢুকতে গেলে পুলিশ বাঁধা দেয়। 

এখন পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি