ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে পৌর কাউন্সিলর গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত : ২০:২৯, ১৯ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বিভিন্ন মামলায় টাঙ্গাইলে পৌর কাউন্সিলর হাজী মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পরে বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে  বলেন, পৌরসভার সামনে থেকে সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল মোর্শেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান মাহমুদ রেসেলের উপস্থিতিতে  তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাসা থেকে দুটি পিস্তল,( ৯ এম এম পিস্তল ও ৭.৬২ পিস্তল)  দুইটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পরে তার বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মোর্শেদ একই ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার আব্দুর রহিমের ছেলে। সে টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি