ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুয়াকাটায় এক মাসে পাঁচ ডলফিনের মৃত্যু 

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৫, ২০ আগস্ট ২০২১

মাত্র এগারো দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ১২ ফুট ও ৬ ফুট দৈর্ঘে্যর দু’টি মৃত ইরাবতি ডলফিন। এসময় একটি মৃত রাজ কাঁকড়াও পাওয়া গেছে। 

শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে সৈকতের গঙ্গামতির ঝাউবন ও ধোলাই মার্কেট পয়েন্টে এ ডলফিন দু’টি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। ফলে চলতি মাসে এনিয়ে কুয়াকাটা সৈকত এলাকা থেকে ৫টি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। এ তথ্য ইকো ফিস প্রকল্প-২ এর আওতায় গবেষণার কাজে নিয়োজিত ওয়ার্ল্ড ফিসের।

 

শুক্রবার বিকেলে প্রত্যক্ষদর্শীরা জানান, সর্বশেষ পাওয়া মৃত ডলফিন দু’টির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাদের ধারণা, জেলেদের জালে আঘাপ্রাপ্ত হয়ে ডলফিন দু’টি মারা গেছে। তবে রাজ কাঁকড়ার শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিলনা। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ডলফিন দু’টির নমুনা সংগ্রহ করা হবে এবং কাঁকড়াটির কি কারনে মৃত্যু হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট কুয়াকাটা সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ইরাবতি ও ক্লামবার্ড প্রাজাতির ৮ ফুট দৈর্ঘ্যের দু’টি মৃত ডলফিন ভেসে আসে।
 
আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি