ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নরসিংদী তাঁতী লীগের দোয়া মাহফিল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ২১ আগস্ট ২০২১

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দোয়া, মিলাদ ও গণভোজের আয়োজন করেছে নরসিংদী জেলা সদর ও শহর তাঁতী লীগ। 

শনিবার (২১ আগস্ট) দুপুরে নরসিংদীর শেরে বাংলা ক্লাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় শহরের ছিন্নমূল ও বিভিন্ন এতিমখানার প্রায় ২ হাজার শিশু-শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ ও শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জেলা তাঁতী লীগের আহব্বায়ক কায়কোবাদ হোসেন কানুর সভাপতিত্বে দোয়া ও গণভোজ অনুষ্ঠানে শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার, মুক্তিযোদ্ধা লীগ সভাপিত মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সবুজ আলীসহ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি