ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

২১ আগস্টে নিহতদের স্মরণে নবাবগঞ্জে দোয়া

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫১, ২১ আগস্ট ২০২১

২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নৃশংস গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ওসি সিরাজুল ইসলাম শেখ, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ওয়াদুদ মিয়া, জলিল বেপারী, আওয়ামী লীগ নেতা রেজাউর রহমান রেজা, প্রবির সাহা, শাহিন খান, জেলা পরিষদ সদস্য এস এম সাইফুল ইসলাম প্রমুখ।

অপর দিকে একই দিনে সকাল সাড়ে ১১টায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ঢাকার দোহার উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি