ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২১ আগস্ট উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ২১ আগস্ট ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্ৰেনেড হামলা দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

এ সময় ২১ আগস্ট গ্ৰেনেড হামলার ঘটনার জানিয়ে তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান আর ২১ আগস্ট গ্ৰেনেড হামলার নেপথ্যে ছিল তার পুত্র তারেক রহমান। তাই এঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। 

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আ. লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আ. লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, সৈয়দ আশরাফ হোসেন লাবু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি