ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে মাদকসহ আটক ৩

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৮, ২১ আগস্ট ২০২১ | আপডেট: ২১:০৯, ২১ আগস্ট ২০২১

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল ও ভারতীয় স্কাফ সিরাপসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, ভুরুঙ্গামারী থানার এসআই আতিক নুর ও এএসআই রোকনুজ্জামান এবং বুলবুলের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটকসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

রাতে উপজেলার বানিয়াটারী গ্রামে অভিযান চালিয়ে দেওয়ানের খামার গ্রামের মৃত ইউসুফ আলী ব্যাপারীর পুত্র সামিউল ইসলাম সানি ব্যাপারী (২৫) ও ইউনুছ আলীর পুত্র আরিফুল ইসলাম আপেল (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তাদের নিকট থেকে ১.৭ গ্রাম হিরোইন ও ২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে ভুরুঙ্গামারী ইউনিয়নের মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩'শ পিচ ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুল হামিদকেও আটক করে পুলিশ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, শনিবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি