ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

২১ আগস্টে নিহতদের স্মরণে কুড়িগ্রামে আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ০০:১৭, ২২ আগস্ট ২০২১

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি এম এ করিম। 

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন মন্জু, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শেখ বাবুল, আ ন ম ওবাইদুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, মামুনুর রশিদ, সাজেদুল ইসলাম রাজু শিকদার,আতাউর রহমান বিপ্লব,  কৃষকলীগ নেতা উমর ফারুক, যুবলীগ নেতা রুহুল আমিন দুলাল, মমিনুর রহমান মমিন, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, সাদ্দাম হোসেন প্রমুখ। 

বক্তারা বর্বরোচিত এ গ্রেনেড হামলা মামলার পলাতক আসামীদের দেশে ফিরে এনে বিচারের রায় কার্যকর করার জোর দাবি জানান। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি