ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের বিচার বিভাগের বৃক্ষরোপণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহীদের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের বিচার বিভাগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

রোববার (২২ আগস্ট) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসুচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের। 

এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাউদ হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারক ও ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে লেবু, মালটা, সফেদা. পেয়ারা ও পেঁপেসহ তিন শতাধিক প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি