কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ২ ভাইসহ ৩ শিশু
প্রকাশিত : ১৮:০৯, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৮, ২৫ জুন ২০১৭
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2017June/SM/vlcsnap-2017-06-25-18h17m52s98320170625071855.png)
কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই ভাইসহ ৩ শিশু।
সকালে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নে ডুলাফকির মাজার সংলগ্ন মসজিদের পুকুরে ডুবে ওই তিন শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হল, ওই এলাকার আবদুস সমদের ছেলে তুহিন ও আবদুল্লাহ এবং আবু তাহেরের ছেলে মুবিন। পুলিশ ও স্থানীরা জানিয়েছে, সকালে ৫ শিশু মিলে পুকুরে বাঁশের ভেলা তৈরি করে খেলছিল। হঠাৎ করে তিন শিশু পুকুরে পড়ে যায়। বাকি দুজন স্বজনদের খবর দিলে এলাকাবাসী পুকুরে জাল টেনে বেশ কিছুক্ষণ পর তাদের মরদেহ উদ্ধার করে। ঈদের আগে শিশুদের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন