ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুগন্ধা নদীর ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবিতে মানববন্ধন 

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে এখন পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  

রোববার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার নলছিটি-দপদপিয়া সড়কের মল্লিকপুর খোঁজাখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকার শতাধিক মানুষ। 

তারা বলেন, দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর ভাঙনে নলছিটির বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এ এলাকার অনেক মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিভাগীয় শহর বরিশাল থেকে নলছিটি শহরে প্রবেশের প্রধান সড়কটি নদী ভাঙনের হুমকির মুখে।  
সুগন্ধা নদীর ভাঙনের প্রবণতা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।
 
মানববন্ধন শেষে তারা নদী ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর বরাবর স্মারকলিপি নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনওর) কাছে প্রদান করেন।
   
এ সময় বক্তব্য রাখেন এফ এইচ রিভান, বালী তাইফুর রহমান তূর্য, মাহবুবুর রহমান, শাহ জালাল, দ্বীন ইসলাম ও মাঈনুল ইসলাম মিলন প্রমুখ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি