ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ৪৮ সে.মি উপরে
প্রকাশিত : ১৭:৫৪, ২২ আগস্ট ২০২১
পদ্মা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি গোয়লন্দ পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে চলাচলের একমাত্র পাকা সড়ক ও ফসলী জমি। এছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ৫টি ইউনিয়নে পানি ঢুকে পড়ায় সেখানকার কমপক্ষে অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পরেছে।
বন্যার পানি আশংকাজনক হারে বাড়তে থাকায় পদ্মার তীরবর্তী নিম্মাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দূর্ভোগ। বন্যার কারনে ফরিদপুরের বিস্তীর্ণ এলাকার ফসলী জমি তলিয়ে যাওয়ায় ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধির কারণে বন্দি হওয়ায় অনেকেই রয়েছেন নানা কষ্টের মধ্যে।
কেআই//
আরও পড়ুন