ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০০:৫৫, ২৩ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৫ বোতল ভারতীয় ‘স্কাফ’ সিরাপসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। রোববার দুপুরে জেলার শহরে ফরিদুল হুদা রোডের কুমারশীল মোড় থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. আক্কাস আলী। আটকরা হলেন, নরসিংদী জেলার মাধবদী উপজেলার নোরালাপুর বলবদ্দি গ্রামের দুদু মিয়ার ছেলে মো. কালু মিয়া (৩২), আখাউড়া উপজেলার আযমপুর এলাকার করিম মিয়ার ছেলে মো. উসমান (২৬) ও একই এলাকার মো. জুয়েলের ছেলে মো. জয় (২১)। 

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. আক্কাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ডা. ফরিদুল হুদা রোডের কুমারশীল মোড়ের আল-শিফা ফার্মেসির সামনের রাস্তায় অভিযান চালায় র‌্যাব-১৪। 

এসময় তিন যুবকের সন্দেহ হলে তাদেরকে আটক করে তাদের হাতে থাকা ৩টি ব্যাগ তল্লাশি করে ১৫৫ বোতল ভারতীয় মাদক ‘স্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি