ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ২৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বরগুনায় জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় পুলিশ লাইন হল রুমে এই সভা অনুষ্ঠিত। এসময় ডিআইজি বরগুনা পুলিশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করেন। 

বরগুনা সদর সার্কেল এএসপি মেহেদি হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান। ডিআইজির কাছে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন এসআই জান্নাত, এসআই দেবাশীষ-সহ অন্যান্য পুলিশের সদস্যবৃন্দ। 

সভায় জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বরগুনা জেলা পুলিশের আয়োজনে এই বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি