৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ
প্রকাশিত : ১৭:২৮, ২৩ আগস্ট ২০২১
করোনার ভয়াবহতা রোধে সরকার ঘোষিত লকডাউনের জন্য স্থগিত করে রাখা সিলেট-৩ শূন্য আসনে উপ-নির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু এর আগে ভোটের মাত্র দু’দিন আগে এ নির্বাচন স্থগিত করা হয়েছিল, তাই আগামী ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্ববর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এর আগে সিলেট-৩ আসনে উপ নির্বাচনের তারিখ দু’বার পরিবর্তন করা হয়।
সর্বশেষ গত ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে ভোটের দু’দিন আগে গত ২৬ জুলাই এ আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এ আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত। আইন অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।
উল্লেখ্য যে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনাক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এরপর চলতি বছরের ১৫ মার্চ এ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা প্রতীক) জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী (মোটর গাড়ি প্রতীক) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব প্রতীক)।
সূত্র-বাসস
আরকে//
আরও পড়ুন