ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, শিশু নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৬, ২৩ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবিতে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভৈরব নগর ও উরখুলিয়া এলাকার মাঝামাঝি একটি বিলে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২২)। নৌকা ডুবির ঘটনায় ওই দম্পত্তির কন্যা সন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে। 

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রিয়াদ তার পরিবার নিয়ে সিলেট থেকে নবীনগরে বেড়াতে আসেন। সোমবার দুপুরে ৮ জন স্বজন নিয়ে নৌকা ভ্রমণে বের হয়। দুপুরে ভৈরব নগর ও উরখুলিয়া এলাকার মাঝামাঝি স্থানে স্পীডবোটের ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। 
নৌকা ডুবির পর অন্যরা তীরে উঠতে পারলেও রিয়াদ ও তার স্ত্রী সন্তানসহ নিখোঁজ হয়। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করতে পারলেও তাদের মেয়ে নিখোঁজ রয়েছে। মেয়েটিকে উদ্ধারে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, নৌকা ডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মায়িরাকে উদ্ধারে কাজ চলছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি