ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ী পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০০:২৮, ২৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ী শহরের ধুনচী গ্রামে পানিতে ডুবে মামাতো ও ফুপাতো দুইভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মৃত শিশুদের বাড়ীর পেছনের পুকুরে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো, ধুনচী গ্রামের কৃষক মনি চৌধুরীর একমাত্র সন্তান আলিফ চৌধুরী (২) এবং আলিফের ফুপাতো বোন ও একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রমজান শেখের একমাত্র কন্যা রুমাইয়া(২)।

মৃত আলিয়ের চাচা সালাম চৌধুরী জানিয়েছেন, আলিফ ও রুমাইয়াদের বাড়ী পাশাপাশি। বিকালে তারা দু’জন খেলতে খেলতে বাড়ীর পেছনে যায় এবং সকলের অলক্ষে সেখানে থাকা একটি পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। বেশ কিছু সময় আলিফ ও রুমাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ওই পুকুরের পানিতে তাদের দেহ ভাসমান অবস্থায় পেয়ে দ্রুততার সাথে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

হাসপাতালের সিনিয়র নার্স আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শিশু দু’জন হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি