ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

মিরসরাইয়ে ১৫শ’ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫০, ২৪ আগস্ট ২০২১

মিরসরাইয়ে এম রিদোয়ান কবিরের ১২তম মৃত্যুবার্ষিকীতে ১৫শ’ অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ২০০৯ সালের ২ রমজান (২৪ আগস্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব।

স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২৪ আগস্ট) এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এম রিদোয়ান কবিরের সেজো ভাই মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন ও ছোটভাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের তত্ববধানে এই চাল বিতরণ করা হয়।

তার স্মৃতি রক্ষার্তে পরিবারের পক্ষ থেকে গঠন করা হয় এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট। প্রত্যেক বছর এই ট্রাস্টের উদ্যোগে তার মৃত্যুবার্ষিকীতে অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে চাল ও খাদ্য সামগ্রী বিতরণ এবং বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি পালন করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি