ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

শেবাচিম হাসপাতালে ৩ ডেঙ্গু রোগী ভর্তি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ২৪ আগস্ট ২০২১

বিভাগীয় শহর বরিশালসহ আশপাশের অঞ্চলে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নতুন করে আজ ৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এ হাসপাতালে।

বিভাগের ৬ জেলায় এই মুহূর্তে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ প্রেক্ষাপটে জনবলের অভাবে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট করতে না পারায় চিন্তিত হয়ে পরেছে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে মেডিকেল চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত যারা জ্বর বা ডেঙ্গু শনাক্ত হয়ে ভর্তি হয়েছেন তারা প্রত্যেকেই রাজধানী ঢাকায় অবস্থান করতো। কর্মস্থল থেকে জ্বর বা জ্বরের উপসর্গ নিয়ে বরিশালের নিজ জেলায় বা বাড়িতে আসেন। আক্রান্ত ব্যক্তিদের মশারি টানিয়ে মেডিসিন ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। 

তারা জানিয়েছেন, বরিশালে বসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী পাওয়া যায়নি। তবে প্রত্যেককে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন হওয়ার জোর দাবি জানান চিকিৎসকরা। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি