ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মায়ের কোল থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩১, ২৪ আগস্ট ২০২১

নোয়াখালীর হাতিয়ায় নৌকায় উঠতে গিয়ে মায়ের কোল থেকে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নলচিরা ফাঁড়ির নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে সুখচর ইউনিয়নের বউবাজার পুরাতন চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লিমা আক্তার (২) উপজেলার সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।

স্থানীয় বেলাল হোসেন জানান, সকালে শিশু লিমাকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সুখচর ইউনিয়নে যাচ্ছিলেন মা রিনা বেগম। খেয়াঘাট থেকে নৌকায় উঠতে গেলে মেরিনাসহ ১০-১২ জন নদীতে পড়ে যান। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও মায়ের কোল থেকে নদীতে পড়ে গেলে লিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নিখোঁজ লিমাকে উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে যাচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি