ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৯, ২৫ আগস্ট ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় কাজল হোসেন (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে পরে গিয়ে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে দর্শনা-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাজল ওই উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত ফিদুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে জীবননগর থেকে মোটরসাইকেল চালিয়ে দর্শনার দিকে আসছিলেন কাজল। পথে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যশোহর ট ১১-২৪৩৫) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কাজল। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি