ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে পদ্মার পানি ৪৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ২৫ আগস্ট ২০২১

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্মাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ।

পানি ৪ সেন্টিমিটার কমলেও ফরিদপুরের সদর উপজেলা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিস্তির্ণ এলাকা প্লাবিত রয়েছে। ডুবে গেছে কয়েকশ’ একর ফসলী জমি। এসব এলাকার প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। 

পদ্মার তীরবর্তী নিম্মাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ।

স্থানীয় এক গৃহিণী জানান, তিন ধরে পানিতে প্লাবিত হয়ে পড়েছি। এতে চলাফেরায় কষ্ট, গরু-ছাগল নিয়ে কষ্ট, রান্নাবান্না নিয়ে অনেক কষ্টে আছি আমরা।

অন্য আরেকজন জানান, পদ্মার তিন ভাঙ্গার পর এখানে আসি, এখন এখানে ভাঙন শুরু হয়েছে। পানিতে মাটি ভেঙ্গে পড়ে যাচ্ছে। এছাড়া ফসলাদি সব নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় সরকার যদি না তাকায় তাহলে আমাদের বাঁচাই কষ্ট।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি