ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হিলিতে পৃথক অভিযানে মাদকসহ আটক ৪ 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ২৫ আগস্ট ২০২১

দিনাজপুরের হিলিতে দুটি পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৬ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল নেশাজাতীয় সিরাপসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় হিলির স্টেশন এলাকায় ও রাত দেড়টায় জোলাপাড়া নামক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, হিলির রেলস্টেশন এলাকার মৃত হাসমত আলীর ছেলে বাবু আলী (৩৪), একই এলাকার রফিকের ছেলে হৃদয় (১৯), হিলির ফকিরপাড়া এলাকার নজু মন্ডলের ছেলে শাহাবুল ইসলাম (২৮), একই এলাকার মৃত জাহাঙ্গিরের ছেলে জুয়েল (৩০)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, হিলির রেলস্টেশন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় ওই এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ বাবু ও হৃদয় নামের দুজনকে হাতে নাতে আটক করা হয়। এছাড়া একই রাত দেড়টার দিকে হিলির জোলাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপসহ শাহাবুল ও জুয়েল নামের দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বুধবার সকালে তাদের চারজনকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই// 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি