ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ২৫ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ কেজি গাঁজা, ২০ বোতল ভারতীয় ইস্কফ, ৬ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। এসময় একটি ইজিবাইক জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে সদর উপজেলার অষ্টগ্রাম বাজার ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী অটোরিকসা স্ট্যান্ড থেকে পৃথক অভিযানে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা ও র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে।

বুধবার র‌্যাব ভৈরব ক্যাম্প ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম বাজার থেকে ২১ কেজি গাঁজাসহ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর গ্রামের মো. হারুন মিয়া-(২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মোঃ সোহরাব ওরফে সোরাফ মিয়া-(২৮)কে গ্রেপ্তার করা হয়।

অপর দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী অটোরিকসা স্ট্যান্ডে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ২০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সদর উপজেলার বুধল গ্রামের মো. আবদুল হামিদ-(৩৮) ও নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের লিটন সূত্রধর-(২৪) কে গ্রেপ্তার করা হয়।

এসময় মাদক বহনকারী একটি ইজিবাইক জব্দ করা হয়। এঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি