ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে কমছে পদ্মার পানি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮, ২৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে গত দুইদিন ধরে কমতে শুরু করেছে পদ্মার পানি। তবে এখনো রয়েছে বিপদসীমার ওপরে। গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। 

পানি কমতে শুরু করলেও পানি বন্দিদের দুর্ভোগ কমে নাই। চর ও নিম্নাঞ্চলের পানিবন্দি এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানির সংকট। এছাড়া গো খাদ‍্য নিয়ে বিপাকে রয়েছে সানুণ। পানিতে তলিয়ে আছে ফসলসহ সবজি ক্ষেত।

জেলা প্রশাসন বলছে, জেলায় সাড়ে সাত হাজার পানিবন্দি পরিবারের মাঝে খাদ‍্য সহায়তা দেওয়া হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি