ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুলগাজীতে বাঁধ ভেঙ্গে ফের লোকালয় প্লাবিত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ২৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

অতিবৃষ্টিতে ভারতীয় উজানের পানির তোড়ে ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। বুধবার রাতে উপজেলার জয়পুর এলাকায় ভাঙ্গনস্থল দিয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ৬০ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গত জুলাইয়ে একই স্থানে বাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়।

ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী বাজারে পানি প্রবেশ করছে। স্থানীয়দের আশংকা করছেন পানির চাপ বাড়লে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে।

ফেনীর পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী আখতার হোসেন মজুমদার জানান, যে স্থানে ভাঙ্গন দেখা দেয় সেখানে মেরামতের কাজ করছিল পানি উন্নয়ন বোর্ড। জয়পুর এলাকায় আগে থেকেই বাঁধ ভাঙ্গা থাকায় পানি বাড়ার কারণে কিসমত ঘনিয়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। 

পানি কমে গেলে ভাঙ্গন স্থান মেরামতে কাজ শুরু হবে জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি