ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গল ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:২৫, ২৬ আগস্ট ২০২১ | আপডেট: ১৯:৩৪, ২৬ আগস্ট ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিন্টু ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে  শ্রীমঙ্গল ২য় ও ৪র্থ একাডেমি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১।

বুধবার বিকেলে শ্রীমঙ্গল সখিনা সিএনজি পাম্পের  সেরআলী হেলাল চৌধুরী ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে ফাইনাল রাউন্ড ৪র্থ একাডেমি কাপ চ্যাম্পিয়ান  হয় বাধন সাথী দল ও ২য় একাডেমী কাপে চ্যাম্পিয়ান হয় আকাশ দাশ ও নিরব চক্রবর্তী। টুনার্মেন্টে কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের ৫টি করে মোট ১০ টিম অংশনেয়।

খেলা শেষে বুধবার দুপুরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সিনিয়র ব্যাডমিন্টন কোচ প্রদীপ কুমার সিনহা। 

এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, সাংবাদিক  বিকুল চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী গৌরাঙ্গ চক্রবর্তী, অভিবাবক সমাজসেবী নিতাই চক্রবর্তী, ডাঃপান্না লাল দাশ ও টুর্নামেন্ট পরিচালক মিন্টু দেব।  এ সময় অংশগ্রহনকারী সকল খেলোয়ারদের দেয়া হয় জার্সি।

উল্লেখ্য ১৫দিন আগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব শেরআরী হেলাল চৌধুরী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি