ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ধামইরহাটে ২ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ২৭ আগস্ট ২০২১

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল করে বহনের সময় ৩০ পিস পেন্টাডলসহ হারুন অর রশীদ (৩৮) ও মো. ফিরোজ হোসেন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর এলাকার চকবদন প্রাথমিক স্কুলের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে হারুন অর রশীদ ধামইরহাট উপজেলার লক্ষ্মীতারা গ্রামের ফয়জুল হকের ছেলে ও ফিরোজ একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে। ওইদিন আটকদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলেই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়ার সাবির্ক নির্দেশনায় উপজেলায় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসাবে মাদক ব্যবসায়ীরা পথচারী, মোটরসাইকেল আরোহী ও পরিবহনের যাত্রী বেশে মাদক বহন করছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে ওসি আবদুল মমিনের নেতৃত্বে এসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পেন্টাডলসহ তাদের আটক করে। প্রাথমিক অবস্থায় আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক কেনা-বেচা করে আসছে বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি