ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৭, ২৭ আগস্ট ২০২১ | আপডেট: ২০:২০, ২৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় ২টি ড্রেজারসহ পাইপ ধ্বংস করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগীর গ্রামে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান এই অভিযান পরিচালনা করে। 

জানা গেছে, একটি মহল দীর্ঘদিন ধরে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এরই ভিত্তিতে কসবা উপজেলা প্রশাসন মাঠে নামে। অভিযানে দুটি ড্রেজাসহ কয়েক'শ ফুট পাইপ ধবংস করা হয়।

উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাছিবা খান বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিওিতে আমরা এই অভিযান পরিচালনা করি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

এসময় উপস্থিত ছিলেন, কসবা থানা এসআই ইফতেখার হোসেন মুন্সিসহ ভূমি অফিসের কর্মর্কতারা। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি