ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:০২, ২৮ আগস্ট ২০২১

নোয়াখালী জেলা শহর মাইজদীতে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক আব্দুর রহিম (৪০) নিহত হয়েছেন। তবে এসময় সিএনজিতে কোন যাত্রী ছিলো না।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে মাইজদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার জয়নার আবেদিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিএনজি নিয়ে মাইজদী প্রধান সড়কে উঠেন আব্দুর রহিম। সিএনজি নিয়ে চৌরাস্তার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়েমুছড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয় আব্দুর রহিম। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তার লাশ বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজিটি আটক করা হয়েছে। তবে ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ পরিদর্শক।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি