ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭, ২৮ আগস্ট ২০২১

পটুয়াখালী মহিপুরে যৌতুকের দাবিতে সুমাইয়া (২০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের শাহাজাদার মেয়ে।

কিশোরী নববধূর মা খাদিজা বেগম জানান, প্রায় ৬ মাস আগে নয়াকাটা গ্রামের মাসুদ মিয়ার সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছে স্বামী মাসুদ। গতকাল সকালে সুমাইয়া ফোন করে স্বামীর জন্য যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে। টাকার জন্য তাকে মারধর করা হয়েছে বলে জানায় সে। 

পরে সন্ধ্যায় পুলিশ ওই গৃহবধুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
 
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি