ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দৌলতদিয়ায় পদ্মার পানি বিপদসীমার ৪৩ সি.মি উপরে  

রাজবাড়ি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪২, ২৮ আগস্ট ২০২১

পদ্মার পানি দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপদসীমা অতিক্রম করে দৌলতদিয়া পয়েন্টে ৪৩ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়তে থাকায় বেড়িবাঁধের নিচে পদ্মার চরাঞ্চলের নিন্মাঞ্চলের মানুষ পানি বন্দি হয়ে পরেছে। বাড়ি ঘরে উঠেছে পানি। নিচু এলাকার অধিকাংশ বসতবাড়িতে পানি ওঠায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্লাবিত এসব মানুষদের। কষ্টে দিন পার করছেন বন্যাকবলিত এসব অঞ্চলের ভুক্তভোগী মানুষেরা। তবে এখনো কোন ধরনের সরকারী সহযোগীতা পাননি এখানকার মানুষ। পানিতে প্লাবিত হওয়ায় কাজ না থাকায় তাদের দিন কাটছে খুব কষ্টে।

রাস্তাঘাট, বাড়িঘর, ক্ষেতের সবজি, বিভিন্ন ধরনের ফসল পানিতে তলিয়ে গেছে। চারদিকে পানিতে তলিয়ে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। দূর দুরান্ত থেকে গো খাদ্য সংগ্র হকরতে হচ্ছে। বন্যার পানিতে জেলার সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে কালুখালী, সদর উপজেলা, গোয়ালন্দ  ও পাংশা উপজেলার নিন্মাঞ্চলের বসবাসরত এলাকাবাসির মধ্যে। পদ্মার পানি বেড়ে বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত। তবে কি পরিমান ফসলী জমি, ফসল ও সবজি পানিতে তলিয়েছে এর কোন তথ্য নেই কৃষি অধিদপ্তরের কাছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি