ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলি থেকে পটিয়া পর্যন্ত বিনা ভাড়ায় বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৫, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজ থেকে পটিয়া পর্যন্ত বিনা ভাড়ায় বাস সার্ভিস চালু করেছে সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।
দুপুরে কর্ণফুলি ব্রিজ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ। দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য ২৯ জুন পর্যন্ত বিনা ভাড়ায় এ সেবা চালু রাখার কথা জানান তিনি। অন্যদিকে চন্দনাইশ-সাতকানিয়ার মানুষের জন্য তিন দিনের জন্য বাস সার্ভিস চালু করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। ঈদ উপলক্ষে একশ্রেণীর পরিবহন মালিক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে। এ সেবা চালুর ফলে সাধারণ যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবেন আশা করছেন দুই এমপি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি