ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলি থেকে পটিয়া পর্যন্ত বিনা ভাড়ায় বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৫, ২৫ জুন ২০১৭

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজ থেকে পটিয়া পর্যন্ত বিনা ভাড়ায় বাস সার্ভিস চালু করেছে সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।
দুপুরে কর্ণফুলি ব্রিজ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ। দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য ২৯ জুন পর্যন্ত বিনা ভাড়ায় এ সেবা চালু রাখার কথা জানান তিনি। অন্যদিকে চন্দনাইশ-সাতকানিয়ার মানুষের জন্য তিন দিনের জন্য বাস সার্ভিস চালু করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। ঈদ উপলক্ষে একশ্রেণীর পরিবহন মালিক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে। এ সেবা চালুর ফলে সাধারণ যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবেন আশা করছেন দুই এমপি।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি