ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

দৌলতদিয়ায় পদ্মার পানি বিপদসীমার ৪৪ সি.মি উপরে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ২৯ আগস্ট ২০২১

অতি বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত প্রায় পনের দিন ধরে পদ্মার পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পদ্মার নিন্মাঞ্চলের কয়েক  হাজার জনবসতি, নানা ধরনের ফসল, রাস্তাঘাট এখন প্লাবিত হয়ে আছে। পানি বাড়ার কারণে বন্য দুর্গতদের প্রতিটি মূহুর্ত এখন কাটছে নানা দুর্ভোগে। রাস্তাঘাট তলিয়ে চলাচলে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। নৌকায় চলতে হচ্ছে বন্যকবলিত এসব মানুষদের। 

পদ্মায় গত ২৪ ঘন্টায় ১ সে.মি পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মার পানি দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপদসীমার (৮.৬৫ মি অতিক্রম করে দৌলতদিয়া পয়েন্টে ৯.০৯ মি.) অর্থাৎ ৪৪ সে.মি উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব। 

চারিদিকে পানিতে তলিয়ে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট, নষ্ট হচ্ছে ফসলী ক্ষেত, ধান, সবজিসহ অন্যান্য ফসল। দূর-দুরান্ত থেকে গোখাদ্য সংগ্রহ করতে হচ্ছে বন্যা দুর্গতদের।পদ্মার পানি বেড়ে বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত। জেলার ৪টি উপজেলা নদী তীরবর্তী হওয়ায় এ উপজেলার গুলোর প্রায় ১২টি ইউনিয়নের নিচু এলাকায় বসবাসরত বাসিন্দারা এখন বন্যার পানিতে দুর্ভোগে দিনযাপন করছেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি