ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৯, ৩০ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

শপিং ব্যাগের ভেতরে চোরাই পথে কষ্টিপাথরের মূর্তি ভারতে পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী সীমান্ত এলাকা থেকে কষ্টিপাথরের মুর্তিসহ এক চোরাকারবারীকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা।

এসময় চোরাকারবারীর কাছে থাকা শপিং ব্যাগের ভিতর থেকে কষ্টিপাথরের তিনটি ভাঙা মুর্তি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে জয়পুরহাট-২০, বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, উপজেলার শিমুলতলী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরের তিনটি ভাঙা মুর্তিসহ তাকে আটক করা হয়।

এঘটনায় উপজেলার উচাই পাথরঘাটা এলাকার মৃত হুজুর আলী ফকিরের ছেলে খানো ফকির (৫৫) কে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ
করা হয় বলেও জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি